parbattanews

রামুতে ছাত্রী অপহরণের চেষ্টাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ছবি: গ্রেফতার তামিম মিয়াজি

রামুতে ছাত্রী অপহরণের চেষ্টাসহ একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাতে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার তামিম মিয়াজি (২২) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন মিয়াজি পাড়ার আবদুল গফুরের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক তামিমের বিরুদ্ধে ছাত্রী অপহরণের চেষ্টা, মারধরসহ একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, তামিম মিয়াজির নেৃত্বতে একটি কিশোর গ্যাং এলাকায় সক্রিয় রয়েছে। সে স্থানীয় শিশু-কিশোর সংগঠনের সদস্য।

এর আগেও পুলিশ অপহরণের চেষ্টাকালে তামিমকে আটক করে। তামিম এর নেতৃত্বে কিশোর গ্যাংটি ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজ্বী এম এ কালাম সরকারি কলেজের এক ছাত্রীকে বাড়ি ফেরার পথে ফিল্মি স্টাইলে অপহরণের চেষ্টা চালায়। ওই সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ অপহরণের চেষ্টায় জড়িত কিশোর গ্যাং এর সদস্য তামিম মিয়াজিসহ ৪ জনকে আটক করে।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় তামিম মিয়াজিসহ আটক ৪ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনের নামে নিয়মিত মামলা রুজু হয়েছিলো।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন, আটক তামিম মিয়াজি ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে জিআর- ২৪/২১ এবং জিআর ০৮/১৮ নং মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলো। তাকে গ্রেফতারের পর মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে কক্সবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

Exit mobile version