parbattanews

রামুতে জাতীয় যুব দিবস পালিত

‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে কক্সবাজার রামুতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। মঙ্গলবার (১ নভেম্বর) রামু উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

সকালে জাতীয় যুব দিবসের এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক, সিএসও রিসোর্স সেন্টারের উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার। যুব উন্নয়ন অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. ছৈয়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইপসা ইয়েস এক্টিভিটি প্রজেক্টের কো-অর্ডিনেটর ইকবাল হোসেন, ফিল্ড অফিসার তরুণ বড়ুয়া, যুব প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস সাথী প্রমুখ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণ বিতরণ এবং ইউএসএআইডি ইয়েস এক্টিভিটি ইপসা এর উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে রামু সিএসও রিসোর্স সেন্টারের প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজিত অনলাইন কুইজ, কবিতা আবৃত্তি এবং বাস্কেটে বল নিক্ষেপ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ইপসা ইয়েস প্রকল্পের ডাটা এন্ট্রি এসিসট্যান্ট মামুনর রশিদ শামীম, সেন্টার ফ্যাসিলিটিটেটর আবদুল মালেক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএসএআইডি, রিলিফ, ইয়েস এক্টিভিটি, কক্সবাজার এর পক্ষে ইপসা রামু অফিস।

Exit mobile version