parbattanews

রামুতে ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রদর্শনীর মাঠ দিবস

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে রবি মৌসুমে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন উপলক্ষ্যে এসএমই কৃষক সমাবেশের আয়োজন করে।

উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদরপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য হাজ্বী শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, দৈনিক আমাদের সময় এর রামু প্রতিনিধি সোয়েব সাঈদ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা জাবেদ চৌধুরী, বীজ প্রত্যয়ন এজেন্সির প্রতিনিধি, স্থানীয় কৃষক নুরুল আমিন, আবদু জব্বার, ছৈয়দুল হক, আমির হোছন, মোজাম্মেল হক, আবু বক্কর, ওবাইদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Exit mobile version