রামুতে দরিদ্র শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

রামু প্রতিনিধি:
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অদম্য মেধাবী ছাত্রী জোহরা বেগমসহ নগদ অর্থ সহায়তা পেয়েছে পাঁচ দরিদ্র শিক্ষার্থী। শনিবার (২১ জুন) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর রামু গ্যারিসনের ৩১ বীর ব্যাটালিয়ন তাদেরকে এ সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রাপ্ত অন্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছে- মনিরা আক্তার, বাপ্পা বড়ুয়া, নাদিয়া সুলতানা ও প্রসেনজিৎ বড়ুয়া। সহায়তা প্রদানকালে ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মো. মাজহার আল-কবির খোকন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর এস.এ.এম ফখরুল ইসলাম, সার্জেন্ট মো. আশরাফ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেলিম উদ্দিন, ডাকভাঙ্গা বাংলাদেশের কো-অর্ডিনেটর জনার্ধন কর্মকার সুমন, সংবাদকর্মী অর্পন বড়ুয়া ও ৩১ বীরের অফিস সহকারী বাপ্পা বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে, শুক্রবার গণমাধ্যমে অদম্য মেধাবী জোহরা বেগমকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তাকেসহ পাঁচজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে কলেজে ভর্তির জন্য এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন