রামুতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাতে প্রশাসনের অভিযান

ramu pic uno 09.06

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং ভেজাল খাবার বিক্রি বন্ধের লক্ষ্যে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভ্রাম্যমান অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে রামু চৌমুহনী স্টেশন ও রামু ফকিরা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালান রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী।

তিনি জানিয়েছেন, এ অভিযানে কোন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি। এখন কেবল ব্যবসায়িদের প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা টাঙ্গানো, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করা, দাঁড়ি পাল্লার পরিবর্তে ডিজিটাল মিটারে পণ্য পরিমাপ করা এবং অতিরিক্ত মূল্য আদায় না করার জন্য সতর্ক করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে কোন ব্যবসায়ি এসব শর্ত লংঘন করলে আইনানুযায়ি জেল জরিমানা করা হবে।

অভিযান চলাকালে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু ফকিরা বাজার ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন