parbattanews

রামুতে পিকআপের ধাক্কায় টমটম যাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা

প্রতীকী ছবি

রামুতে পিকাআপের ধাক্কায় আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত শামসুন্নাহার (৪০) রামুর চাকমারকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নয়া চরপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।

সোমবার (১৮ এপ্রিল) বিকালে ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুর্ঘটনার শিকার হন শামসুন্নাহার।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান, একটি অজ্ঞাত পিকআপ টমটম গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটম গাড়িতে থাকা যাত্রী শামসুন্নাহার ও ছৈয়দ হোসেন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শামসুন্নাহার মারা যান। এ দুর্ঘটনায় আহত ছৈয়দ হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। ছৈয়দ হোসেন ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পরই ঘাতক গাড়ি চালক পালিয়ে যায়।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ নুর জানান, সোমবার (১৮ এপ্রিল) তারাবির নামাজের পর নিহত শামসুন্নাহারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান, শামসুন্নাহারের পরিবার হতদরিদ্র। তাই দুদিন চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে।

Exit mobile version