parbattanews

রামুতে প্রজন্ম ’৯৫-এর শিক্ষা সহায়তা পেল ১২ গরীব-মেধাবী শিক্ষার্থী

 

রামু সংবাদদাতা :

কক্সবাজারের রামুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২ গরীব মেধাবী শিক্ষার্থীকে সহায়তা দিল ঐতিহ্যবাহী সংগঠন প্রজন্ম ’৯৫। প্রজন্ম ’৯৫ শিক্ষা ফান্ডের উদ্যোগে রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে সহায়তা তুলে দেয়া হয়।

রামু চৌমুহনীর রায়হান কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে সভাপতি বদিউল আলম পাভেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কক্সবাজার সরকারী কলেজ, রামু ডিগ্রী কলেজ ও আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ১২ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে এসব সহায়তা দেয়া হয়।

এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, ফয়সাল ওবাইদ রুমেল, মো.সালাহ উদ্দিন, আজিজুল হক, শফিকুল ইসলাম,ঝন্টু বড়ুয়া, নজিবুল আলম, বজলুর সাত্তার, মো. আমজাদ আলী খাঁন, নুরুল আমিন প্রকাশ কবি আমিন নান্নু, সাকিল উদ্দিন জীবন, মাষ্টার বেদারুল আলম, মীর কাশেম, মো.শহিদুল ইসলাম, সরওয়ার আলম খাঁন, বিপুল বড়ুয়া, জিয়াউর রহমান সেলিম, প্রনব চক্রবর্তী টুনাম, ছালামত উল্লাহ, তাজ উদ্দিন বাহাদুর, নুরুল কাশেম, মো.ওসমান গনি রানা, এলি বড়ুয়া, রিপা বড়ুয়া, আপন বড়ুয়া প্রমূখ।

উল্লেখ্য ১৯৯৫ সালে রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের সংগঠন প্রজন্ম’৯৫ শিল্প-সাহিত্য,সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে কাজ করছে।

Exit mobile version