parbattanews

রামুতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপিত

ramu pic raly 22.2.17
রামু প্রতিনিধি :
রামুতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রামু উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং ছাত্র-ছাত্রীদের দুধ-ডিম খাওয়ানো হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে রামু উপজেলা পরিষদ চত্বর হতে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।

রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপেন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলী ও দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো।

সভায় রামু উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে কাজী আকতার হোসেন, জাহাঙ্গীর আলম, কামরুল হাকিম, হাম্মাদ মিয়া, মনতোষ সাহা, সুভাষ দে এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, খামারিগণ উপস্থিত ছিলেন।

এদিকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দুধ-ডিম খাওয়ানো হয় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে রেজিষ্টার খামারিদের মধ্যে জীবাণুনাশক বিতরণ করা হয়।

Exit mobile version