parbattanews

রামুতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

রামু উপজেলার কাউয়ারখোপ ও কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম জনপদে স্বেচ্ছাসেবী সংগঠন ডাকভাঙ্গা বাংলাদেশ প্রতিষ্ঠিত ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার, ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খান, মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আবদু শুক্কুর, সদস্য সুলতান আহমদ, প্রধান শিক্ষক আবুল কালাম, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সেলিনা আকতার ও ফররুখ আহমদ, প্রধান শিক্ষক আরেফা বেগম।

অনুষ্ঠানে ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক জুর্মি বড়ুয়া, সালমা আকতার, সিরাজুল ইসলাম, আবদুল হামিদ, আরেফা আকতার, রাবেয়া বেগম, শিউলী রানী দে, মার্জিয়া বেগম, সালেহা আকতার, উম্মে সালমা, তৈয়বা আকতার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার জানান, অনুষ্ঠানে ডাকভাঙ্গা বাংলাদেশ পরিচালিত এ দুটি বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্রছাত্রীর হাতে খাতা, কলম, স্টাফলার, পেন্সিল, রং পেন্সিলসহ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Exit mobile version