parbattanews

রামুতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

নিহত

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে এক একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমানা সংলগ্ন রামুর রাজারকূল ইউনিয়নের সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি মো. আব্দুল মজিদ।

নিহত পরেশ বড়ুয়া (৫২) রামুর রাজারকূলের রাংকূট বড়ুয়া পাড়ার মৃত দিনমোহন বড়য়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ও নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আব্দুল মজিদ বলেন, সকালে ক্ষেতে কাজ করতে যাচ্ছিল পরেশ বড়ুয়া। এ সময় তার সাথে আরও ২ জন কাজের সঙ্গীও যাচ্ছিল। যাওয়ার পথে সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় ৩/৪ টি হাতির একটি দল তাদের উপর আক্রমন চালায়।

হাতির আক্রমণে ২ সঙ্গী পালিয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলে পদপিষ্ট হয়ে পরেশ বড়ুয়া মারা যান। পরে স্থানীয়রা নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহতের মৃতদেহ তার বাড়ীতে রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল মজিদ।

Exit mobile version