parbattanews

রামুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ramu-news-pic-1-8-11

নিজস্ব প্রতিবেদক:

‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা এক সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াব। জঙ্গীদের আমরা পরাজিত করবো। হিন্দু-বৌদ্ধদের উপর হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।’

মঙ্গলবার বিকাল ৪টায় রামু চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু মন্দির ও বসতবাড়িতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রামু আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা সভাপতি রতন মল্লিক।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক নীলোৎপল বড়ুয়া’র সঞ্চালনায় মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, কবি এম সুলতান আহমদ মনিরী, জেলা আওয়ামী লীগ সদস্য জাফর আলম চৌধুরী, রামু উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের কমন্ডার মুক্তিযোদ্ধ নুরুল হক, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রামু কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্ঠা ডা: আশুতোষ চক্রবতী মন্টু, রামু উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক, সাংবাদিক খালেদ হোসেন টাপু, অর্পন বড়ুয়া, রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার প্রমূখ।

Exit mobile version