parbattanews

রামুতে বাল্য বিবাহের ঘটনায় আটক ৪

logo-ballo-beya

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামু উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, বর কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উত্তর পাতলি এলাকার আবুল কালাম(৪৫), কনের বাবা মো. শামশু (৫০) ও মা রুবি আক্তার (৪৫)। তাদের বাড়ি রামু উপজেলার রাজারকুল হাফেজ পাড়া গ্রামে। একই সঙ্গে এ বিয়েতে সহায়তার অভিযোগে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উত্তর পাতলি এলাকার মৃত হাজী কালামের ছেলে মো. ইব্রাহিম খলিলকেও আটক করা হয়। 

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের হাফেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কনে তাহমিনা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টন দে জানান, বাল্য বিবাহ দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version