parbattanews

রামুতে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি:

মায়ানমার থেকে বিভিন্ন সময়ে চোরাই পথে আনার সময় বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে রামু ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ১১ টায় রামু রাজারকুল ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অফিসের সামনে বিজিবি কক্সবাজার সেক্টর কামান্ডার কর্নেল মো. তানভীর আলম খান এর উপস্থিতিতে এ মাদকগুলো ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রামু ৫০ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল শফিউল আজম পারভেজ, রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নবাগত (সিও) লে. কর্নেল মঞ্জুর, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, নাইক্ষ্যংছড়ি নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনুর ইসলাম, রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, রামু থানা ওসি প্রভাষ চন্দ্র ধর, রামু সদরের ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল, ৮ হাজার ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার পিস সিপ্রো ট্যাবলেট, ৭৯২ বোতল কান্ট্রি ড্রাইজিং মদ, ২৮ বোতল হাই কমিশনার মদ, ১২ সিভাশ রিগ্যাল, ১২ সিগরাম পিপারস, ৪২৬ ম্যান্ডেলা রাম, ১ ব্লাক লেবেল হুইস্কি, ৪৯ ক্যান মায়ানমার বিয়ার, ৬৬৮ ক্যান মায়ানমার সুপার স্টং বিয়ার, ৬ ক্যান লংজেস্ট ফ্রেন্ডশীপ বিয়া, ৪০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৪৫ ক্যান বিয়ার, ৪৭ ক্যান ফিনিস্ট কেয়ালিটি চেঞ্জ ক্লাসিক বিয়ার, ৩২২ ক্যান ডায়াব্লোবিয়ার, ১ হাজার ৬৮০ পিস বিভিন্ন প্রকার এ্যানাজিং ড্রিংকস, ১৩৪২ লিটার দেশীয় বাংলা মদ, ৩৬ লিটার বার্মিজ মদ, ৮২ হাজার ৫০০ পিস ফিস লিভার ওয়েল ও ৫ হাজার ৬০০ পিস প্লাস্টিক ব্যাগ।

Exit mobile version