parbattanews

রামুতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন  জিওসি  ও জেলা প্রশাসক

img_0040-00-copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এনডিসি, কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন, রবিবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কক্সবাজারের রামুতে বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা মন্দিরে পৌঁছার পর সেখানকার ধর্মীয় নেতৃবৃন্দ তাদেরকে শুভেচ্ছা জানান। তারাও হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন। বেশ কিছু সময় ভক্ত-পূজারিদের সঙ্গে নিয়ে পূজার কার্যক্রম পরিদর্শন করেন। এরপর রাত সাড়ে ৮ টার দিকে রামু সার্বজনীন কালি মন্দির ও রাজারকুল রামকুট মন্দির পরিদর্শন করেন রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

এসময় তার সঙ্গে ছিলেন ৬৫ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাগাউসুর রহমান এসডিসি, পিএএসসি। পরে রাত সাড়ে ৯ টার দিকে চকরিয়ার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন শেষে রামু সার্বজনীন কালি মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সাথে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক  (জেনারেল) আবদুর রহমান, রামু উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো: নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রামু কেন্দ্রীয় কালি মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী, রামু সার্বজনীন কেন্দ্রীয় কালি মন্দিরের পুরোহিত সুবীর ব্রাহ্মন চৌধুরী বাদল, রামু প্রেস ক্লাবের আহ্বায়ক স্বদেশ শর্মা, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক তপন মল্লিক, দৈনিক পূর্বকোণের রামু সাংবাদদাতা নীতিশ বড়ুয়া, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক স্বদীপ শর্মা প্রকাশ সিকদার, উত্তম দেওয়ানর্জী জনি।

এছাড়াও উপস্থিত ছিলেন রামু কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন মল্লিক, সাধারণ সম্পাদক চন্দন দাশ গুপ্ত, সাংবাদিক খালেদ হোসেন  টাপু, রামু সার্বজনীন কালি মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেওয়ানজী, সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস প্রমূখ।

Exit mobile version