রামুতে বৌদ্ধ নেতৃবৃন্দের সাথে আমেরিকান পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের মতবিনিময়

Ramu coxsbazar pic 24.01.14-1

উপজেলা প্রতিনিধি, রামু : 

কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে আমেরিকান পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরা। শুক্রবার বিকেলে রামু কেন্দ্রীয় সীমা বিহারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আমেরিকান পররাষ্ট্র দপ্তরের স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি জেসন লুইয়িস বেবি বলেন, আমরা বাংলাদেশে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান দেখতে চাই। কোন সংঘাত, হানাহানি আমেরিকা সমর্থন করে না। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা, রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

এ প্রতিনিধি দলের সাথে ছিল আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেটের প্রতিনিধি এলিসন মিলার, ঢাকা আমেরিকান দূতাবাসের সহকারী রাজনীতি বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুম। মতবিনিয় সভায় বাংলাদেশ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া, সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়াসহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে আমেরিকান পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিরা রামু সহিংসতার পর সরকারী অর্থায়নে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃনির্মিত বৌদ্ধ বিহারগুলো ঘুরে দেখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন