parbattanews

রামুতে বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত লীজুন

44411184.psd

উপজেলা প্রতিনিধি, রামু :

চীনের রাষ্ট্রদূত লীজুন ও সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল শুক্রবার বিকেলে পূরাকীর্তি সমৃদ্ধ কক্সবাজারের রামুর আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত উত্তর মিঠাছড়ি বিমুক্তি বির্দশন ভাবনা কেন্দ্র ও রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন। এসময় রাষ্টদূত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের ও বিহার পরিচালনা কমিটির সাথে সৌজন্যে সাক্ষাত করেন।

লীজুন বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বাংলাদেশের মানুষের কল্যাণে চীন সব সময় সহযোগীতার হাত প্রসারিত করে আসছে। তিনি আরো বলেন, বাংলাদেশের কৃতি সন্তান বৌদ্ধ পন্ডিত অতীশ দীপঙ্কর চীনাদের কাছেও পরম শ্রদ্ধেয় ও পূজনীয়।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা, শীলপ্রিয় ভিক্ষু,  সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, কবি আশীষ কুমার, অলক বড়ুয়া, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু প্রমুখ।

Exit mobile version