রামুতে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কক্সবাজারের রামু ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহারের এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টায় বৌদ্ধ বিহারের ভান্তের শয়নকক্ষে চালের বিমের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ভিক্ষু থুই নু মং মারমা ওরফে কিমাছারা ভিক্ষু (২২)-এর ঝুলন্ত মরদেহ দেখতে পান অন্যান্য ভিক্ষুরা। পরে খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ভিক্ষুর বাড়ি রাঙামাটির কাউখালী থানাধীন সাং দাপুয়া গ্রামে। তিনি মং শি প্রু মারমা ও সিং মা অং মারমার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভিক্ষু তাঁদের ধর্মীয় সোয়াইয়নও গ্রহণ করেছিলেন। এরপর সবাই বিশ্রামে চলে যায়। পরে দীর্ঘ সময় দেখা না যাওয়ায় সহভিক্ষুরা খোঁজ করতে গিয়ে তার শয়নকক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও মরদেহ উদ্ধার করে ফ্রিজার এম্বুলেন্সে করে রামু থানায় নেওয়া হয়েছে। রাঙ্গামাটি থেকে পরিবার আসলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এ ঘটনার সঠিক তদন্ত ও রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।