parbattanews

রামুতে ভেজাল বিরোধী অভিযান : ফরমালিনযুক্ত পণ্য ধ্বংস

378.psd

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ষ্টেশন ও বাজারে গুলো বিষমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (৫ জুলাই) চৌমুহনী বাস স্ট্যান্ডে ভ্রাম্যমানে আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন বেশ কয়েকটি ফলের দোকানে ফরমালিনযুক্ত ফল জব্দ করে পরে ধ্বংস করে।

এসময় বিচাররকের সঙ্গে ছিলেন, ওসি (প্রশাসন) সাইকুল আহম্মেদ ভূঁইয়া, ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, ম্যসৎবীদ মো. মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন প্রমুখ।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদ হোসেন জানান, পবিত্র এ রমজান মাসে রামুর ষ্টেশন ও হাটবাজারে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version