parbattanews

রামুতে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

 

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামুতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৬টি বসত বাড়ি পুড়ে গেছে ও প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার বিকেলে রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা গ্রামে এ ঘটনা ঘটে। ময়লা আবর্জনার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দমকল বাহিনী আসার আগে বতবাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুল গফুর, আবুল শ্যামা, মাওলানা ইসলাম, নেহার আলী, রোকেয়া বেগম, নবী হোসেন। অগ্নিকান্ডে পরিবারগুলোর বসত বাড়িসহ কৃষি কাজের ব্যবহৃত ট্রাক্টর, বিভিন্ন মালামাল, তামাকের স্তুপ, ঘরে থাকা ধান, চাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, সাংসারিক জিনিসপত্রসহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সদস্যরা কেবলমাত্র পরণের কাপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেনি। আকস্মিক এ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বর্তমানে ক্ষতিগ্রস্তরা পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

এদিকে রামু কক্সবাজারের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঘটনাস্থল পরিদর্শ করেন।

Exit mobile version