রামুতে মাটিকে টিএসপি সার বানিয়ে বিক্রি, ডিলারকে জরিমানা

fec-image

কক্সবাজারের রামুতে দানাদার মাটিকে টিএসপি সার বানিয়ে বিক্রির অভিযোগ পেয়েছে প্রশাসন। ৩০০ টাকার সারের বস্তাকে “টিএসপি সার” বানিয়ে বিক্রি করছেন ১২০০ টাকা।

এমন ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ ও ডিলার সিরাজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।

পরে জব্দকৃত ১৭৫ বস্তা ভেজাল সার ময়লা পানি ও ডাস্টবিনে ফেলে নষ্ট করা হয়।

উপজেলা কৃষি অফিসার আবুল মাসুদ ছিদ্দিকী জানান, রামু চৌমুহনীর বিসিআইসির ডিলার সিরাজুল হকের গুদামে ভেজাল সার বিক্রির অভিযোগ ছিল বেশ কয়েকজন কৃষকের। সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালালে সত্যতা পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

অভিযানকালে সারের মান যাছাই করে দেখা যায়, মাটিযুক্ত ভেজাল দানাদার জৈব সারকে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার বানিয়ে বিক্রি করছেন ডিলার সিরাজুল হক।

শুধু তাই নয়, ৩০০ টাকার সারকে টিএসপি সার বানিয়ে ১২০০ টাকা বস্তা বিক্রি করার সত্যতা পাওয়া যায়। পরে সিরাজুল হকের গুদাম থেকে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করে অভিযানিক টিম। পরে তা নষ্ট করা হয়।

এমন ভেজাল সার ধানে প্রয়োগ করলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতো বলে জানান উপজেলা কৃষি অফিসার আবুল মাসুদ ছিদ্দিকী।

উল্লেখ্য, ডিলার সিরাজুল হক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেজাল সার বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে। এই প্রথমবারের মতো তিনি ধরা খেলেন। গুনতে হলো জরিমানা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন