parbattanews

রামুতে মানসিক ভারসাম্যহীন লোক ও ভবঘুরেদের জন্য কাজ করবে ‘মারোত’

কক্সবাজারের রামুতে ভাসমান মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে ব্যক্তিদের কল্যাণে কাজ করবে মানসিক রোগী তহবিল ‘মারোত’। ইতিপূর্বে স্বেচ্ছাসেবামূলক এ সংগঠনটি জেলার টেকনাফসহ বিভিন্ন স্থানে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার রামুতেও কাজ শুরু করেছে ‘মারোত’।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রামু বাইপাসস্থ যাত্রী ছাউনী এবং আশপাশের এলাকায় ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের দুপুরের খাবার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।

এরআগে রামু বাইপাসস্থ ব্লাড ডোনার সোসাইটি কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

মানসিক রোগীদের তহবিল মারোত এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মানসিক রোগী তহবিল ‘মারোত’ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সুফিয়ান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মারোত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ঝুন্টু বড়ুয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফেরদৌস ইসলাম, রামুর ব্যবসায়ী আদনান সুলতান চৌধুরী শাহীন, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রামু শাখার সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, রামু ব্লাড ডোনারস সোসাইটির এডমিন কপিল উদ্দিন, মিলন শর্মা ও রুপন শর্মা।

মারোত রামু ইউনিট এর নবগঠিত কমিটির আহ্বায়ক আহমেদ মাসুদ এর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- তৌফিকুল ইসলাম তৌফিক, মহিউদ্দিন, রেজাউল করিম, নুরুল আবসার, আবদুল্লাহ আল মোমেন, মোবারক হোসেন, হামিদুল হক, ইমরান হোসেন প্রমুখ।

সভায় রক্তারা বলেন, পথের ধারে, স্টেশন-হাটবাজারের পাশে প্রতিদিন অসংখ্য ভাসমান মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষের দেখা মেলে। তাদের অনেকে পুস্টিকর খাদ্য ও মানুষের ভালোবাসা পেলে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অথচ বর্তমান চিত্র তার উল্টো। মানসিক ভারসাম্যহীনদের পরিবারের সদস্যরাও বোঝা মনে করেন। এমনটা হওয়া উচিত নয়। তারাও সষ্টার দান। তাদের প্রতি যত্নবান হতে হবে। চেষ্টা করতে হবে তাদের সুস্থ-সুন্দর জীবনে ফিরিয়ে আনতে। এ লক্ষ্য নিয়ে মারোত কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে মারোত এর এ কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে পড়বে।

Exit mobile version