parbattanews

রামুতে মালয়েশিয়া পাচারকারী চক্র সক্রিয়: দালালসহ আটক-১০

আটক

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ পথে মালয়েশিয়া পাচারকারী দালাল চক্রের সদস্যরা। শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই দালাল চক্রের বিশাল নেটওয়ার্ক। দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষদের লোভ দেখিয়ে অনিশ্চয়তা আর মৃত্যুর পথে ঠেলে দিলেও ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এসব দালালরা।

বৃহস্পতিবার রামুতে অবৈধ পথে মালয়েশিয়া পাচারের সময় দালালসহ ১০জন যাত্রীকে আটক করেছে পুলিশ। বিকেল সাড়ে তিনটার দিকে রামু থানার ওসি মো. সাইকুল আহম্মেদ ভূঁইয়া, ওসি তদন্ত আনোয়ার হোসেনের নির্দেশে এসআই মশিউরের নেতৃত্বে, একদল পুলিশ বাইপাস এলাকায় অভিযান চালিয়ে টেকনাফমুখি যাত্রী ভর্তি পিকআপ(ঢাকা মেট্টো ন-১৬-৫৬৩০) যাওয়ার সময় দালাল নবী আলমসহ যাত্রী রুবেল, আল আমিন, রফিকুল, আমান উল্লাহ, শহিদুল, মো. আমিন, মিজানুর রহমান, মো. দালি, ও আমিরুলকে আটক করে। বর্তমান আটককৃত ১০ জন ও জব্দকৃত গাড়িটি থানা হেফাজতে রয়েছে।

রামু থানা অফিসার ইনচার্জ মো. সাইকুল আহম্মেদ ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version