parbattanews

রামুতে মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ramu pic kazi association 15.08

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার রামুতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতি রামু শাখা’র উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০ দশটায় মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির রামু উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির রামু উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাকমারকুল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সিকদার।

এতে প্রধান আলোচক ছিলেন রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের রাজনৈতিক উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন।

এতে আরো বক্তব্য রাখেন রামু উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা নুরুল আজিম, রাজারকুল ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, চাকমারকুল ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার মাওলানা কাজী সাইফুদ্দিন, ঈদগড় ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার নুর হাসান, কাউয়ারখোপ ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার কাজী আবদুল্লাহ আল মামুন, খুনিয়াপালং ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার মোহাম্মদ হাসান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার সৈয়দুল হক প্রমূখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খানি সম্পন্ন করা হয়।

Exit mobile version