parbattanews

রামুতে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের উপহার বিতরণ

রামুতে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের উপহার বিতরণ

বুধবার (১২ এপ্রিল) সকালে রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় রামু উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদ কক্সবাজার শাখার সভাপতি ডা. নূরুল আবছার।

বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদ রামু শাখার সভাপতি মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দোলন ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব সুরেশ বড়ুয়া বাঙালি, পরিষদের উপদেষ্টা, সোস্যাল এইড এর চেয়ারম্যান প্রসূন বড়ুয়া, সদস্য মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, মো. সাহাব উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদ রামু শাখার সাধারণ সম্পাদক দোলন ধর জানান, অনুষ্ঠানে রামু উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বী ৩০ জন দুস্থ-প্রতিবন্ধীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনটি সকল ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জনকল্যাণে কাজ করে যাচ্ছে।

Exit mobile version