parbattanews

রামুতে রাত্রীকালিন ফার্মেসী সেবা পাচ্ছে না রোগীরা

রামু প্রতিনিধি: 
পবিত্র রমজান মাসে কক্সবাজারের রামুর প্রানকেন্দ্র চৌমুহনী বাস ষ্টেশনসহ আশপাশের বাজার গুলোতে রাতে ঔষধের দোকান বন্ধ থাকায় অনেক মুর্মুর্ষ ও বিভিন্ন রোগে আক্রান্তদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে উপজেলা প্রশাসন রাতের বেলায় ফার্মেসী খোলা রাখার সিন্ধান্ত নিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। জরুরী প্রয়োজনে মানব সেবার কথা বিবেচনায় রেখে দিনরাত পালাক্রমে ফার্মেসী খোলা রাখার দাবি জানান ভূক্তভোগীরা।

জানা গেছে রামু উপজেলার ১১টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত জনসাধারন বিভিন্ন রকমের ঔষুধপত্র স্থানীয় গ্রাম অঞ্চলের দোকানে না পেয়ে প্রয়োজনের তাগিদে রামুর প্রানকেন্দ্র চৌমুহনী ষ্টেশনে চলে আসে। কিন্ত রাত ১০ টায় দোকান বন্ধ করে ফেলায় পরে জরুরী ঔষুধপত্র কিনতে পারেনা জনসাধারন। এমনকি দুঃসময়ে ঔষুধ আনতে না পেরে অনেক অসুস্থ রোগীকে মৃত্যু বরন করতে হয়।

রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ছড়াকার দর্পণ বড়ুয়া জানান, ঔষধ একটি জীবন রক্ষাকারী প্রয়োজনীয় জিনিস, রোগীর প্রয়োজনে মানবতার সেবায় দিনে রাতে সারাবেলা ফার্মেসী গুলো খোলা রাখা জরুরী।
এদিকে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন জানান, শীঘ্রই প্রতিদিন রাতের বেলায় ফার্মেসী খোলা রাখার ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version