parbattanews

রামুতে লোকালয়ে বন্য হাতির তান্ডবে নিহত-১

নিহত

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বন্য হাতির হামলায় এক স্কুল ছাত্রী প্রাণ হারিয়েছে। হাতির পাল এ সময় হামলা চালিয়ে ভাংচুর করেছে ৮টি বসত ঘর।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন আকতার টুম্পা (১১) ফয়েজ আহমদের মেয়ে। টুম্পা চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

রাজারকুল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম জানিয়েছেন, রাতে আকর্ষিকভাবে বন্য হাতির পাল ঘোনারপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় তান্ডব শুরু করে। এ সময় আতঙ্কিত লোকজন চিৎকার শুরু করলে বিভিন্ন বসত বাড়ির লোকজন ঘুমন্ত অবস্থা থেকে জেগে পালাতে শুরু করে। বন্য হাতির পাল এক পর্যায়ে ফয়েজ আহমদের মাটির বাড়িতে ভাংচুর শুরু করলে বাড়ির সদস্যরা পালাতে চেষ্টা করে। কিন্তু পালানোর সময় বন্য হাতি স্কুল ছাত্রী ইয়াছমিন আকতার টুম্পাকে শুড় দিয়ে আটকে ধরে পা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই ছাত্রী।

স্থানীয় বাসিন্দা রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিন জানিয়েছেন, বন্য হাতি এলাকার ৮টি বসত বাড়ি ভাংচুর করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আমির হামজা জানিয়েছেন, বন্য হাতির হামলায় স্কুল ছাত্রীর মৃত্য হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গুড়িয়ে দেয়া ৪টি বাড়ি পরিদর্শন করেছেন। আশপাশে আরো কয়েকটি বাড়ি ভাংচুরের বিষয়টি তিনি শুনেছেন।

Exit mobile version