parbattanews

রামুতে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী শিবদর্শন ও মহা রামনবমী মেলা

রামু প্রতিনিধি :
রামুর রাজারকুলে ঐতিহাসিক শ্রী শ্রী রামকুট তীর্থধামে (২ এপ্রিল) শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী শিবদর্শন ও মহা রামনবমী মেলা। রবিবার বিকাল চারটায় মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান পিএসসি।

মহা রামনবমী মেলা ২০১৭ উদযাপন পরিষদের সভাপতি স্বদীপ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ। এতে প্রধান আলোচক থাকবেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।

এছাড়া অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি, ওসি প্রভাষ চন্দ্র ধর সহ গন্যমান্য ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মেলায় সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন, মহা রামনবমী মেলা ২০১৭ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত ধর ও অর্থ সম্পাদক দিলীপ দেওয়ানজী।

রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার জানিয়েছেন, প্রতিবছরের মত এবারও ৫দিন ব্যাপী মেলা আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Exit mobile version