parbattanews

রামুতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেফতার

রামু প্রতিনিধি:
রামুতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনির আলম(৩২) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের আলী হোছেন সিকদারপাড়ার আমির হোছনের ছেলে। স্ত্রীর দায়ের করা মামলায় রামু থানার এএসআই পলাশ চন্দ্র সিংহ শুক্রবার তাকে গ্রেফতার করে।

মামলার বাদী রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার আবদু শুক্কুরের মেয়ে হামিদা বেগম অভিযোগ করে জানিয়েছেন, ‘তিন বছর আগে মনির আলমের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায় সময় শারীরিক নির্যাতন চালাতো।’

তিনি অভিযোগ করে আরো বলেন, সম্প্রতি মনির আলম বিদেশ যাওয়ার অজুহাতে তার কাছ থেকে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর হামিদা বেগম বাদী হয়ে বক্সবাজার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

রামু থানার এএসআই পলাশ চন্দ্র সিংহ জানিয়েছেন, বিজ্ঞ আদালতে মামলার প্রেক্ষিতে হামিদা বেগমের স্বামী মনির আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version