parbattanews

রামুতে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারনা: অবৈধ এক্স-রে সেন্টার বন্ধ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজারে স্বাস্থ্য বিভাগের অভিযানে একটি অবৈধ এক্স-রে সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। এসময় বাজারের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন এবং একাধিক প্রতিষ্ঠানকে কাগজপত্র সংশোধনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার বিশেষ নির্দেশনায় বুধবার (১৭ মে) এ অভিযান চালানো হয়।

অভিযান ও পরিদর্শন দলে ছিলেন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পন বড়ুয়া, সহকারি স্বাস্থ্য পরিদর্শক দুলাল বড়ুয়া এবং স্বাস্থ্য সহকারি নজরুল ইসলাম।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পন বড়ুয়া জানান, বাজারের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও নিরাপদ খাদ্য বাস্তবায়নে বিভিন্ন খাবার হোটেল, মুদির দোকান এবং বেকারি পরিদর্শন করা হয়।

এসময় মালিক ও কর্মচারিদের ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা, খাবার ঢেকে রাখা, মেয়াদ-উত্তীর্ণ মালামাল বিক্রি না করা এবং ডায়রিয়া রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদানসহ সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।

Exit mobile version