parbattanews

রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কুরআনে হাফেজ

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জামিয়া দারুল উলুম মাদ্রাসার ইসলামি সাহিত্য বিভাগের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ রিদওয়ান।

শনিবার (৮ এপ্রিল) রাতে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরতর আহত হন। পরে রাত ১২টায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।

হাফেজ মোহাম্মদ রিদওয়ান(২৪) এর বাড়ি জোয়ারিয়ানালা ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায়। তিনি রামুর জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্করের কনিষ্ঠ ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে হাফেজ মোহাম্মদ রিদওয়ান ইজিবাইক (টমটম) গাড়ি যোগে জোয়ারিয়ানালা ফিরছিলেন। পথিমধ্যে চা বাগান স্টেশনে পৌঁছলে যাত্রীবাহী বাস সৌদিয়া ইজিবাইকটিকে চাপা দেয়। এতে গাড়ি থেকে সিটকে পড়ে গুরুতর আহত হন মোহাম্মদ রিদওয়ান। মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টায় তিনি মারা যান।

রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version