parbattanews

রামুতে হেডম্যান হত্যার সহযোগীসহ প্রধান আসামি গ্রেফতার

রামুর জোয়ারিনালা ব্যাঙডেবায় আলােচিত হেডম্যান আলী আহমেদ হত্যাকাণ্ডের সহযােগীসহ প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন, ওই এলাকার নুরুল আজিমের পুত্র প্রধান আসামি সাজ্জাদ হোসেন (২০) ও একই এলাকার নুর আহাম্মদের পুত্র সানাউল্লাহ (২১)।

গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে বান্দরবানের লামা উপজেলার আলীকদম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১টায় র‍্যাব-১৫ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি জানান, বনবিভাগের গাছ চুরি ও জায়গা দখলের জের ধরে গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী রামু বিট অফিসে গিয়ে স্থানীয় পাঁচজন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে। বিট কর্মকর্তা, মালির থাকার ঘর ও স্টাফ রুমের দরজায় বাইরে তালা ঝুলিয়ে দেয়। তারপর হেডম্যান আলী আহমেদের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। আলমারী ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গ্রেফতার এড়াতে আলীকদমে আত্মীয়ের বাড়িতে আত্মগােপনে চলে যায় তারা। সঠিক তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি দল অভিযান চালায়।

Exit mobile version