parbattanews

রামুতে ১০ হাজার ৫২ পিস ইয়াবাসহ আটক ৩

images ুি

রামু প্রতিনিধি:    
কক্সবাজারের রামুতে বিজিবি ও  পুলিশের পৃথক পৃথক  অভিযানে ১০ হাজার ৫২ পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খূনিয়া পালং মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী সিএনজি ট্যাক্সি তল্লাশী চালিয়ে ৯ হাজার ৮৫২ টি ইয়াবাসহ ফয়েজ উদ্দিন (২২) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ট্যাক্সিও জব্দ করা হয়েছে।

আটক ফয়েজ উদ্দিন (২২) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার সামছুল আলমের ছেলে।
বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রোববার (৬ এপ্রিল) রাতে রামু থানার পুলিশ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ কচ্ছপিয়া ফুলতলি এলাকার নুরুল আমিন (৩২) ও  শুকমনিয়া এলাকার বাহাদুর (২২) কে আটক করে। এদিকে রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা বিষয়টির সত্যতা স্বীকার করেন। 

Exit mobile version