parbattanews

রামুতে ১৮ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের রামুতে বিজিবি ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ অভিযান পরিচালনা করে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে ইয়াবা পাচার হবে। অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মরিচ্যা চেকপোষ্টে তল্লাশি কার্যক্রম জোরদার করেন।

পরবর্তীতে হ্নীলা হতে কক্সবাজারগামী সিএনজি মরিচ্যা যৌথ চেকপোষ্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়।

এ সময় তল্লাশিকালে যাত্রী জাহেদা খানমকে (৩২) আটক করে। প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে মহিলা সৈনিকদ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হলে তার শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য,আটককৃত মাদক পাচারকারীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

Exit mobile version