parbattanews

রামুতে ২০ নভেম্বর শুরু হচ্ছে মাসব্যাপী পণ্য প্রদর্শনী মেলা

রামু প্রতিনিধি:

রামুতে মঙ্গলবার(২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী পণ্য প্রদর্শনী মেলা। সিলেট ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলা উন্নয়ন সংস্থা এ মেলার আয়োজন করছে।

চৌমুহনী-বৌদ্ধ মন্দির সড়কের মৈত্রী বিহার সংলগ্ন ছাড়াভিটা মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মেলার স্টল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

মেলার আয়োজক সিলেট ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রাখি মনি সিনহা জানিয়েছেন, ২০ নভেম্বর জেলার বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাসব্যাপী পণ্য প্রদর্শনী মেলা শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

১৫ নভেম্বর রামু চৌমুহনী-বৌদ্ধ মন্দির সড়কের মৈত্রী বিহার সংলগ্ন ছাড়াভিটা মাঠে মেলা স্টল ও অন্যান্য স্থাপনা নির্মাণকাজের উদ্ধোধন করেন, ফতেখাঁরকুল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রাখি মনি সিনহা, মেলার পরিচালক রিয়াজুল ইসলাম রিয়াজ, দীন মোহাম্মদ, মো. রুবেল, স্থানীয় সমাজসেবক কেতন বড়–য়া, সাংবাদিক সোয়েব সাঈদ, শওকত ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে রামুতে প্রথমবারের মত এ ধরনের ব্যতিক্রমী পণ্য প্রদর্শনী মেলার আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

Exit mobile version