parbattanews

রামুতে ৪৪ বছর পর বন্দোবস্তকৃত জমি ফিরে পেলেন মুক্তিযোদ্ধা হাফিজ পাটোয়ারী

রামু প্রতিনিধি:

জাতিরজনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭৩-৭৪ সালে দেড় একর জমি বন্দোবস্ত পান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টুঙ্গাডেপা এলাকার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারী। প্রভাবশালী ব্যক্তি কর্তৃক মামলার শিকার ও নানা সমস্যায় জড়িয়ে উল্টো হয়রানির শিকার হয়ে ৪৪বছরেও সেই জমি দখলে যেতে পারেননি তিনি।

দীর্ঘ ৪৪ বছর পর রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় সেই জমি ফিরে ফেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারী।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাখাওয়াত হোসাইনসহ অন্যান্য কর্মচারি খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌজায় মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারীর বন্দোবস্তকৃত দেড় একর জমি পরিমাপ করে দখলমুক্ত করেন। পরে সাইনবোর্ড টাঙ্গিয়ে জমিটি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারীকে বুঝিয়ে দেয়া হয়। এসময় রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডলসহ এলাকার রাজনীতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান জানিয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেনের নির্দেশে বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজ পাটোয়ারীর বন্দোবস্তকৃত জমি তিনি সরেজমিন গিয়ে পরিমাপ করে বুঝিয়ে দিয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার জমি দেরিতে হলেও বুঝিয়ে দিতে পারায় তিনি আনন্দিত বলে জানান।

মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারী তার কাঙ্খিত জমি ফিরে পাওয়ায় জেলা প্রশাসক আলী হোসেন, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Exit mobile version