parbattanews

রামুতে ৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন

Ramu Bijoy Mela Pic (1) 30.12

রামু প্রতিনিধি:

একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণের মধ্যদিয়ে রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা বুধবার উদ্বোধন করা হয়েছে। জাতীয় পতাকা ও বিজয় মেলা স্বারক খচিত বেলুন উড়িয়ে সাত দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করেন শহীদ মুক্তিযোদ্ধা লাপ্রে মুরং’র এর সন্তান চিনথং মুরং ও রামু বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ সহ মুক্তিযোদ্ধারা।

রাতে বিজয়মঞ্চের স্মৃতিচারণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পি প্রধান অতিথি ও কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙ্গালীর ঐতিহাসিক উত্তরাধিকার’ এই শ্লোগানে বুধবার বিকাল ৫টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, মুক্তিযোদ্ধা নুরুল হক বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়া, মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোছাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান মুন্নীসহ রাজনীতিক, সামাজিক, শিক্ষক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আস্তে আস্তে তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্যাতিত জনগণ মুক্তি সংগ্রামের প্রস্তুতি নেয়। ঐতিহাসিক ৭ মাচের্র ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার আপামর নারী পুরুষ একাত্তরের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। নয় মাস রক্তক্ষয়ি যুদ্ধের পর একাত্তরের ষোলই ডিসেম্বর এ দেশ স্বাধীনতা অর্জন করে। সেই কষ্টার্জিত স্বাধীনতা ইতিহাস আজ বিকৃত ভাবে উপস্থাপন করার হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাকামী মানুষদের আবার রুখে দাঁড়াতে হবে।

মেলায় প্রতিদিন বিজয় মঞ্চে বিকাল থেকে রাত পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, আবৃত্তি, গণসংগীত, দেশের গান, ব্যান্ডশো, লোকজ অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন করা হবে। মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সমাজকর্মী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এছাড়া গণসংগীতের আসর, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংগীতা অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন বলে জানান, রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ। মেলায় বিভিন্ন পন্যের শতাধিক ষ্টল স্থান পেয়েছে। ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এ বিজয় মেলা চলবে বলেও তিনি জানান।

Exit mobile version