parbattanews

রামুর ইউপি সদস্য হাবিব উল্লাহ বিমানবন্দরে গ্রেফতার

রামু প্রতিনিধি:

কক্সবাজার বিমানবন্দরে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রামুর ইউপি সদস্য হাবিব উল্লাহ। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য। পুলিশ জানিয়েছেন, তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

বুধবার (৩০ মে) দুপুুরে কক্সবাজার বিমানবন্দরে তিনি গ্রেফতার হন। রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান হাবিব উল্লাহকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রামুর বহুল আলোচিত ইউপি সদস্য হাবিব উল্লাহ কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলাপাড়া এলাকার ছালেহ আহমদের ছেলে। সে বর্তমানে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এরমধ্যে রয়েছে, পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মামলা। হাবিব উল্লাহ কাউয়ারখোপের আলোচিত স্কুলছাত্রী রিনা আক্তার অপহরণ মামলার অন্যতম আসামী।

এছাড়া ইউপি সদস্য হাবিব উল্লাহর বিরুদ্ধে জিআর ৩৪/১৬, সিআর ৫১/১৭, জিআর ১২০/২০০৮ এবং রামু থানার ননএফআইআর ৪৮/১৬ এ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। সম্প্রতি মামলা এড়াতে গোপনে বিদেশ চলে যাওয়ার চেষ্টা শুরু করেন। এরই উদ্দেশ্যে বিমানবন্দরে বিমানে উঠার মুহুর্তে গোয়েন্দা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

আলোচিত ইউপি সদস্য হাবিব উল্লাহ গ্রেফতারের খবরে এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে।

Exit mobile version