parbattanews

রামুর ঈদগড়ে খালের স্রোতে কৃষকের মৃত্যু

মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে খালের প্রবল স্রোতে পড়ে জাফর আলম নামের কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল পাঁচটায় এ ঘটনা ঘটে।

ভেসে যাওয়ার ২ ঘণ্টা পর (সন্ধ্যা সাতটায়) তাঁর মৃতদেহের সন্ধান পাওয়া যায়। নিহত জাফর আলম (৬২) ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা কুমারপাড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী এলাকায় জমি চাষ করে বাড়ি ফিরছিলেন জাফর আলম। ফেরার পথে জিয়লছড়া নামক খাল সাঁকো দিয়ে পার হওয়ার সময় পা পিছলে তিনি নদীতে পড়ে যান। এসময় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে যান।

এরপর থেকে স্থানীয়রা তাকে খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যা সাতটায় ঈদগাও-ঈদগড় সগড়ের পার্শ্ববর্তী ভোমরিয়াঘোনা এলাকায় খালের পাশে লোকজন তার মৃতদেহ দেখতে পান। পরে স্বজনরা এসে মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।

জানা গেছে, গত দুইদিন প্রবল বর্ষণের ফলে ঈদগড় এবং পার্শ্ববর্তী খালগুলোতে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এ কারণে ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক বসত ঘর।

Exit mobile version