parbattanews

রামুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

রামু প্রতিনিধি:

রামুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শিক্ষানুরাগী সদস্য নূরুল আলম সভাপতি এবং সহ-সভাপতি পদে মহিলা শিক্ষানুরাগী সদস্য আকতার জাহান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) বিকাল তিনটায় বিদ্যালয় মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম। তিনি বলেন, এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ছাড়া কখনো একটি শিক্ষা প্রতিষ্ঠান সফলভাবে এগিয়ে যেতে পারে না। এজন্য বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাওয়া মানে এলাকার শিশুরা এগিয়ে যাওয়া। আর শিশুরা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম  হোসেন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদায়ী কমিটির সভাপতি নুরুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ (এসএমসি) এর নব গঠিত কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আলম, সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম, সহ-সভাপতি আকতার জাহান, অভিভাবক সদস্য রাশেদুল ইসলাম ও আকতার কামাল, মহিলা অভিভাবক সদস্য রাশেদা বেগম ও রোখসানা মমতাজ, ইউপি সদস্য আবুল বশর, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি আলহাজ¦ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দ্বিপান্বিতা বড়–য়া, শিক্ষক প্রতিনিধি রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজু উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে মাস্টার মোহাম্মদ আলী, সাংবাদিক সোয়েব সাঈদ, মহিলা ইউপি সদস্য সাবেকুন নাহার, আওয়ামী লীগ নেতা শেখ জুনাইদ বিপ্লব, ব্যবসায়ী জুবাইর আহমদ  ভূট্টো, ব্যবসায়ী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এতে সভাপতি পদে  শিক্ষানুরাগী সদস্য নূরুল আলম, সহ-সভাপতি পদে মহিলা শিক্ষানুরাগী সদস্য আকতার জাহান বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেন। এরআগে সভাপতি পদে ইউপি সদস্য আবুল বশর ও নূরুল আলম প্রার্থী হন। এরমধ্যে ইউপি সদস্য আবুল বশর নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নূরুল আলমকে সমর্থন জানান। একইভাবে সহ-সভাপতি পদে আকতার জাহানকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন, অপর প্রার্থী আকতার কামাল। ফলে দুটি পদে উভয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিমগীর হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version