রামুর গর্জনিয়ায় পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
পাটের বস্তা ব্যবহার না করায় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৭ ডিসেম্বর) রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল করিম এ দন্ডাদেশ দেন। অর্থদন্ডাদেশপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, ইসলামিয়া অটো রাইস মিলের মালিক জাকের আহামদ ও মা-মণি অটো রাইস মিলের মালিক আবু তাহের কোম্পানী।

জানা গেছে, দুপুরে পাটজাত দ্রব্য ব্যবহারের বিধিনিষেধ আইন যাচাইয়ে উপজেলার গর্জনিয়া বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মালিককে পাটের তৈরি চটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার দায়ে নগদ ১ হাজার ৫০০শত টাকা করে অর্থদন্ড দেয়া হয়। এসময় গর্জনিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ রমজান আলী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন