parbattanews

রামুর চাইল্যাতলী গ্রাম এখন শিক্ষার আলোয় আলোকিত

ramu pic school (2) 01.3.17
রামু প্রতিনিধি :
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বলেছেন, রামুর অবহেলিত জনপদ চাইল্যাতলী এখন শিক্ষার আলোয় জ্বলজ্বল করছে। এটি এখন আর অবহেলিত জনপদ নয়। এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষাপাগল আবুল কালাম আজাদ যে অনন্য নজির স্থাপন করেছেন তা সমাজে বিরল। প্রতিষ্ঠার পাশাপাশি এ বিদ্যালয়কে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আবুল কালাম আজাদ। নিজের এলাকার জন্য, দেশের জন্য, মানুষের জন্য অসামন্য অবদান রেখে গেছেন। শিক্ষার্থীদের শতভাগ সাফল্যের মাধ্যমে আবুল কালাম আজাদের সেই ত্যাগের ফল এখন সবাই ভোগ করছেন। সাফল্যের এ ধারা অব্যাহত থাকলে একদিন এ বিদ্যালয় কেবল চট্টগ্রাম শিক্ষাবোর্ড নয়, দেশের সেরা প্রতিষ্ঠানে রূপ নেবে। দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে আবুল কালাম আজাদের বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ যেমন প্রসংশনীয় তেমনি অন্যদের জন্যও অনুকরণীয়। এমন মহৎ কর্মের মাধ্যমে আবুল কালাম আজাদ মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকার একে আজাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (১ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি এবং হাজ্বী মোতালেব আল মাছিয়া ট্রাস্ট এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগি এডভোকেট আবুল মনসুর চৌধুরী, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক মো. মাহবুবুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, নিজেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা আমান উল্লাহ, ইউপি সদস্য মোজাহের মিয়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়া দেখে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম। প্রতিষ্ঠার পর থেকে নিজের সর্বস্ব দিয়ে বিদ্যালয়কে এগিয়ে নেয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়ের হাল কখনো ছাড়বো না’।

সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াছমিন আকতার, জাহেদুল ইসলাম, আবদুর রহিম, জয়সেন ধর, রিদুয়ানুল হক, আলি আহমদ সিফাত, শাফিয়া সুলতানা, এরশাদ উল্লাহ, সাবিনা আকতার, পুলক চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, দশম শ্রেণির ছাত্রী হোসনে আরা আকতার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

Exit mobile version