parbattanews

রামুর চাকমারকুল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

ramu pic 30.1

নিজস্ব প্রতিনিধি:

রামুর চাকমারকুল উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী।

চাকমারকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ ও চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতা আয়োজন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। শিশু শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ভারসাম্য রক্ষা করতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখে। তিনি আরো বলেন, আনন্দের সাথেই শিশুরা এসব শিক্ষা গ্রহণ করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে চিত্ত বিনোদনের ব্যবস্থা রাখতে হবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সপ্তম শ্রেণির ছাত্র মোবারক হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারী শিক্ষক আবুল কালাম, সুপ্তা শর্মা, দানু মিঞা, নুসরাত পারভীন রিটা, রিয়াজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতার উদ্বোধন করেন।

Exit mobile version