parbattanews

রামুর চৌমুহনীকে যানজটমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ramu-news-pic-20-09-201601

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার প্রধান প্রাণকেন্দ্র চৌমুহনী ষ্টেশনকে পরিস্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নিবাহী অফিসার (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিকারুজামান। তিনি বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে চৌমুহনীর সড়ক সমূহ যানজট মুক্ত রাখতে হবে এবং চৌমুহনীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকল ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে যানজট ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করার জন্য চৌমুহনীর সকল ব্যবসায়ী, মার্কেটের মালিকদের প্রতি অনুরোধ করা হচ্ছে।  তা না হলে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এতে আরো বক্তব্য রাখেন রামু ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু  চৌমুহনী ক্ষুদ্র বনিক সমিতির সাধারন সম্পাদক সজল বড়ুয়া, সহ সভাপতি রুহুল আমিন রকি, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, বনিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ প্রমূখ।

এছাড়াও রামু উপজেলা পরিবহন মোটর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক জালাল আহমদ, মাইক্রোবাসের পক্ষ প্রতিনিধি হেলাল উদ্দিন, শাহনুর উদ্দিন বাবু, কাঞ্চন বড়ুয়া,  ড্রাইভার মিজান, সিএনজি অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নেন সাধারণ সম্পাদক আলী হোসেন, টমটম প্রতিনিধি মাইমুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version