parbattanews

রামুর ডাকভাঙ্গা ও মৈষকুম প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

রামু প্রতিনিধি:

রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ শিক্ষা প্রকল্পের উদ্যোগে পরিচালিত মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২ মার্চ) রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাঙ্গা গ্রামে ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকভাঙ্গা বাংলাদেশ এর কান্ট্রি রি-প্রেজেন্টেটিভ মাসুম বিল্লাহ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, সিনিয়র শিক্ষক রহমত ছালাম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হায়দার, সিনিয়র শিক্ষক ওসমান গনি, ছৈয়দুল আলম, মো. আবদুল্লাহ, দেবাশীষ চক্রবর্তী, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, দাতা সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক সোয়েব সাঈদ, ছানা উল্লাহ বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী এছাড়াও আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version