parbattanews

রামুর প্রখ্যাত আলেম মাওলানা আমান উল্লাহ সিকদার আর নেই: বিভিন্ন মহলের শোক

3333333331111111-copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা আমান উল্লাহ সিকদার আর আমাদের মাঝে নেই। (ইন্নালিল্লাহি ওয়া…………… রাজি’উন) ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে চট্টগ্রাম নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ৩ ছেলে  ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এ আলেমের মৃত্যুতে তাঁর নিজ বাড়ি রাজারকুল সিকদার পাড়াসহ পুরো রামুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ গুনী ব্যক্তিত্বের মৃত্যুতে রামুর মানুষ এক প্রখ্যাত আলেমকে হারালো। এদিকে প্রখ্যাত আলেম মাওলানা আমান উল্লাহ সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামুর প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, সাংবাদিক খালেদ হোসেন টাপু, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক ও রাজাকুলের তরুণ সমাজ সেবক ফয়েজ উদ্দিন রাসেদ প্রমূখ।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা ৩০ মিনিটে রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযার সময় নির্ধারণ করা হয়েছে।

Exit mobile version