রামুর বাঁকখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

ramu now 2

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ খেলা দেখতে নদীর দুই তীর মুখরিত করে তোলে হাজার হাজার নারী-পুুরুষ।

রবিবার বেলা ২টায় রামু তেমুহনী স্টেশনের পূর্বপাশে বাঁকখালী নদীতে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, সাহিত্য, সংস্কৃতি, লোকজ ঐতিহ্যে ভরপুর পর্যটন শহর রামু উপজেলা। এখানে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ খেলা। শত বছর আগে রামুর বাঁকখালী নদীতে রাখাইনরা এ নৌকা বাইচ খেলা শুরু করেন। কালক্রমে এ খেলা আমাদের ক্রীড়া-সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। গ্রামবাংলার এ খেলাকে নবজাগরণে আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাব’।

ramu now 1

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, রামুর ক্রীড়াঙ্গনের আলোকিত মানুষরা আবহমান কাল ধরে বাঁকখালী নদীতে নৌকা বাইচ খেলা আয়োজন করে আসছেন। তাঁদের অনেকে আজকে আমাদের মাঝে নেই। সেই সব গুণী ক্রীড়া ব্যক্তিত্বকে স্মরণ করে তিনি বলেন, পুরনো দিনের জনপ্রিয়তার ধারাবাহিকতা রক্ষা করতে এ প্রতিযোগিতা আয়োজন অব্যাহত রাখতে হবে।

প্রতিযোগিতার আয়োজক রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদের সভাপতিত্বে ও সম্পাদক পলক বড়ুয়া আপ্পু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী প্রমুখ। প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার ২২ প্রতিযোগি দল অংশ নিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন