parbattanews

রামুর বিভিন্ন বিহারে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চেক বিতরণ

ramu pic kollan trast
নিজস্ব প্রতিনিধি :
রামু উপজেলার বিভিন্ন বিহারে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) বিকাল ৪টার দিকে রামু উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে চেতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, সাম্প্রতিক সময়ে সরকারকে বর্হিবিশ্বে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি-জামায়াত জঙ্গিবাদী গোষ্ঠী দেশে একের পর এক নৃসংশ হত্যাকান্ড ঘটাচ্ছে। আলেম ওলামা, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুও রেহাই পাচ্ছেন না তাদের গুপ্ত হত্যা থেকে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কঠোর অবস্থানে রয়েছে সরকার। দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান প্রধান অতিথি।

রামু উপজেলা নির্বাহী অফিসার বেগম সেলিনা কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদুল আলম, রামু কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি স্বপন বড়ুয়া।

সাংবাদিক অর্পন বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ওসমান গণি, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা স্বপন, মংথেহ্লা রাখাইন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিপিটক পাঠ করেন রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের আবাসিক রাহুল সেন ভিক্ষু।

Exit mobile version