parbattanews

রামুর বৌদ্ধ পুরাকীর্তি অঞ্চল পরিদর্শনে থাইল্যান্ডের ট্যুরিজম প্রতিনিধি দল

Ramu Pic 26.7

নিজস্ব প্রতিনিধি:

রামুতে বৌদ্ধ পুরাকীর্তি অঞ্চল পরিদর্শন করেছেন ট্যুরিজম সংস্থা থাইল্যান্ডের পাটা সদর দপ্তরের এক প্রতিনিধি দল। মঙ্গলবার বিকালে রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি ও রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন থাইল্যান্ডের ব্যাংকস্থ প্যাসিপিক এশিয়া ট্রাবেল এসোসিয়েশন পাটা সদর দপ্তরের পরিচালক মাম পুনাংথিপ সোতিপানামুম, সহকারি পরিচালক সুতারাত সারোট্রান, যোগাযোগ ব্যবস্থাপক পল প্রাইয়াংকারা। বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব ভূবন চন্দ্র বিশ্বাস কক্সবাজারে বৌদ্ধ পুরাকীর্তি অঞ্চল ও পর্যটন স্থান পরিদর্শন কালে থাইল্যান্ডের এ প্রতিনিধি দলের সাথে ছিলেন।

মঙ্গলবার বিকালে সাড়ে ৪টায় রামুর উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র এবং ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ভিক্ষু করুনাশ্রী থের, সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া এ প্রতিনিধি দলকে স্বাগত জানান। বিকাল সাড়ে ৫টায় রামুর রাজারকুল ইউনিয়নের সম্রাট অশোকের স্মৃতি বিজড়িত রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শনে গেলে পর্যটন বিষয়ক এ প্রতিনিধি দলকে স্বাগত জানান, বিহারের ভিক্ষুসহ বিহার পরিচালনা কমিটির সদস্যরা।

বাংলাদেশ পর্যটন বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব ভূবন চন্দ্র বিশ্বাস জানান, আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে ‘পাটা নিউ টুরিজম প্রন্টিয়ার্স ফোরাম ২০১৬’। এ আয়োজনকে সফল করতে গত ২৫ জুলাই বাংলাদেশে আসেন, প্যাসিপিক এশিয়া ট্রাবেল এসোসিয়েশন সদর দপ্তরের তিন জনের প্রতিনিধি দল।

Exit mobile version