parbattanews

রামুর মৈশকুম ও ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার দূর্গম পাহাড়ী জনপদ ডাকভাঙ্গা ও মৈশকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ পরিচালিত মৈশকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ।

এরআগে তিনি অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা রোকনুজ্জামান খান, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার আবুল কাশেম, সাবেক সভাপতি নাজির সওদাগর, প্রধান শিক্ষক মো. সলিম উল্লাহ, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Exit mobile version