parbattanews

রামুর রত্নজনক শফিউল আলমের ইন্তেকাল

unnamed-copy

রামু প্রতিনিধি:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব বদিউল আলমের বাবা রামুর বিশিষ্ট ব্যবসায়ী রত্নজনক শফিউল আলম আর নেই। তিনি শনিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শফিউল আলম রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়ার মৃত বদর মিয়ার ছেলে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। তার দ্বিতীয় ছেলে মোর্শেদ আলম পায়েল বিসিএস (নন ক্যাডার) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রবিবার বাদ মাগরিব রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রামুর অন্যতম সৃজনশীল সংগঠন প্রজন্ম’৯৫ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব বদিউল আলমের বাবা শফিউল আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, প্রজন্ম’৯৫ এর সকল সদস্যবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শফিউল আলম ছিলেন একজন আদর্শবান পিতা। তিনি ছিলেন রত্নজনক। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Exit mobile version